নিউজডেস্ক: মারুয়ার থেকে ইসলামপুরে ব্যবসা করতে এসে আব্দুল করিম চৌধুরী হাত ধরে আর রাজনীতিতে আসে কানাইয়া লাল আগারওয়াল। আজ তিনি আব্দুল করিম চৌধুরীকেই অস্বীকার করেন ।যে সন্তান তার পিতাকে অস্বীকার করে সে কারোই হতে পারে না ।সে এলাকার কোন কাজটা করবে? -রাজনৈতিক ব্যবসায়ী হলেন আগরওয়াল ।
এক সময় তিনি কংগ্রেস করতেন ।জাবেদ আখতারের হাত ধরে কংগ্রেস থেকে তৃণমূলে আসেন। এখন তিনি পুরনো কর্মীদের ভুলে যাচ্ছেন। এমন ভাবে আগরওয়াল এর ভূমিকা কে কটাক্ষ করেন কংগ্রেস নেতা আলী ইমরান রামজ। মঙ্গলবার ইসলামপুরের গুনজুরিয়ায় এক সভা করতে এসেছিলেন আলী ইমরান। তিনি এদিন জেলা পরিষদ প্রার্থী ফারহাদ বানর হয়ে প্রচার করেন এবং কনাইয়ার তীব্র সমালোচনা করেন। এদিনের সভায় কংগ্রেসের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন জাবেদ আখতার ও ব্লক সভাপতি সাদিকুল ইসলাম।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
