রবি আড্ডায় চিরঞ্জীব হালদার

একটি হত্যার পর আততায়ী নিজের মৃত্যুকে বন্ধক রাখে ।

তবু মরার আগে অঙ্গুরী  কখনও হাতছাড়া করেনা।

একটি মাছ ভুল করে গিলে নিয়ে বাজারে চালান হয়ে যায় ।

তারপর আততায়ী  প্রতিরাতে বাজারের স্বপ্ন দেখে । 

মাছটা চালান হবার আগে সেটি তার প্রেমিকার দখলে ।

তারপর  অন্যএক পরকীয়া নাগরের হাতে ।

এই সব অরাজনৈতিক লীলাকর্মে আঁশেদের ভূমিকা বদলে যায় ।

তারাও পোষাক বদল করে নিজেদের আংটি ভাবতে থাকে

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *