পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে অভয় পুকুর মাধ্যমে দেশী মাছ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে ।
সেই মতন ইসলামপুর বিডিও অফিসের পুকুরে এই দেশীয় মাছ ছাড়া হয়। যেমন শিঙি, মাগুর, তিৎপুটি, সরপুটি, সাঁটি , মোরোলা । আজকের এই অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন মহকুমা শাসক আব্দুল শাহিদ সহ ইসলামপুরের বিডিও অঙ্কিতা বর্মন সহ ইসলামপুর ব্লকের ফিশারি অফিসার তাপস বিশ্বাস সহ ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ও অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন ।
মহকুমা শাসক আব্দুল শাহিদ বলেন
দেশীয় মাছ সংরক্ষণের জন্য এই পুকুরে আজ মাছ ছাড়া হল। তিনি বলেন ফিশারী দপ্তর ভালো কাজ করছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *