ইসলামপুর শহরের রেগুলেটেট মার্কেটে লাগাতার চুরির ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। জানা গিয়েছে ইসলামপুর শহরের রেগুলেটেট মার্কেট। এই মার্কেটে সবজি ব্যবসায়ী থেকে নানান ব্যবসায়ীরা ব্যবসা করেন সেখানে। সোমবার গভীর রাতে এক পুণ্য বোঝায় লরির স্টেফনি চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ। মঙ্গলবার লরির চালকের নজরে এই চুরির ঘটনা সামনে আসে। ব্যবসায়ীদের অভিযোগ বেশ কিছুদিন ধরে এই মার্কেটে চুরির ঘটনা ঘটটে থাকে। পুলিশে অভিযোগ জানানো সত্যেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ ব্যবসায়ীদের। এরপর এক পুণ্য বোঝায় লরির স্টেফনি চুরির হওয়াতে পুলিশের ভুমিকা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি ওই মার্কেটিং এলাকায় একটি পুলিশ ফাঁড়ি করা হক নিরাপত্তার জন্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।