নিউজডেস্ক: বাড়ি থেকে কাজে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক আইসিডিএস কর্মীর।
ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার লাড়ুখোয়া এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর। মৃত ওই মহিলার নাম কবিতা মন্ডল (৩০)। বাড়ি ইসলামপুর থানার গাইসাল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দস্তোরা এলাকায়। জানা গিয়েছে, এদিন বাড়ি থেকে গাইসাল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে স্কুটি নিয়ে কাজে আসার পথে গোয়ালপোখর থানার লাড়ুখোয়া এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর পিছন দিক থেকে আসা একটি বাইক তাদের স্কুটিতে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় কবিতা মন্ডল নামে এক আইসিডিএস কর্মীর।
এই ঘটনায় জখম হয় এক শিশু সহ মোট দুইজন। ঘটনার পর ওই বাইক আরোহী বাইক ছেড়ে পালিয়ে যায়। স্হানীয়রা জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।