নিউজডেস্ক: তৃনমূল মিথ্যা মামলার ভয় দেখিয়ে MLA কে নিজেদের দলে যোগদান করিয়েছে। এটাই তৃণমূলের পলিসি। ইসলামপুরের ঝটিকা সফরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেসের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি। তিনি বলেন, বাইরন বিশ্বাস তৃণমূলে চলে যাবে এটা আগে থেকেই একটা আশঙ্কা ছিল। বাইরন বিশ্বাস চলে গিয়েছে এতে সাগরদিঘির মানুষ বাইরন বিশ্বাসকে সমর্থন করছে না।
চলে যাওয়াতে মানুষ তীব্র প্রতিবাদ জানাচ্ছে, ধিক্কার জানাচ্ছে।। মানুষ বাম-কংগ্রেসের জোটের উপর আস্থা রেখেছে।। এদিনের এই ঝটিকা সফরে এসে কংগ্রেসের দলীয় কার্যালয়ে বেশ কিছু মানুষ বিভিন্ন দলবল ছেড়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সির হাত ধরে কংগ্রেসে যোগদান করেন। আগামীতে ইসলামপুরে বড়সড় যোগদান হবে বলে জানান তিনি।
- ভ্রমণে ভিয়েতনাম
- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত CPIM নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসলামপুরে
- স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড
- পথ দুর্ঘটনার গুরুতর আহত বাইক চালক
- টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চোপড়ায় চলছিল চা পাতা তোলার কাজ, অভিযোগ ক্ষুদ্র চা চাষীদের।