নিউজডেস্ক: গত ১১ ই জুলাই রাজ্যের ৩৩৯ টি কেন্দ্রে ভোট গননা হয়। যেখানে ছিল CCTV। এবার সেই সিসিটিভি ক্যামেরা এবং তার মেমোরি কার্ড চুরি যাওয়ার অভিযোগ জমা পরলো। বালুরঘাট থানায় লিকিত অভিযোগ দায়ের করলেন বিডিও অনুজ শিকদার ।১১ তারিখ ভোট গণনাকেন্দ্র থেকে CCTV ফুটেজ চুরি গেছে এই বিষয়টি সামনে আসতেই রবিবার বাম ও বিজেপি কর্মীরা সরব হয়ে ওঠে। বিরোধীদের দাবি, বিডিও অভিযোগ CCTV ও তার মেমোরি কার্ড চুরি গেছে প্রমাণ করে যে গণনাকেন্দ্রে কারচুপি হয়েছে।
গণনার দিন থেকেই বিরোধীরা দাবি করে, গননায় ব্যাপক কারচুপি হয়েছে। গণনার দিন বিকেলে বালুরঘাটের জেলাশাসক ভবনের সামনে কারচুপির অভিযোগ তুলে বিডিও-র বিরুদ্ধে বিক্ষোভ দেখায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজে। পরে মধ্যরাত পর্যন্ত গণনাকেন্দ্রের সামনে বসে থাকেন বিজেপির রাজ্য সভাপতি ।
অন্যদিকে সেদিন গননা কেন্দ্রে থাকা CCTV চুরি যাওয়ার বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। বিরোধীা বলছে, পরিকল্পনামাফিক CCTV ও তার মেমোরিকার্ড সরিয়েছে প্রশাসন। যাতে কোনো ভাবে বিষয়টি আদালতে গেলে প্রমান না হয় গননা কেন্দ্রে কারচুপি হয়েছে।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
