নিউজডেস্ক: গোয়ালপোখর থানার চাকুলিয়া বিধানসভার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ধুমাগড় এলাকায় ২৫ নম্বর বুথে কেন্দ্র বাহিনীর ছোড়া গুলিতে হাসিবুল নামে এক তৃনমূল কর্মী জখম হয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। ওই যুবকের কাঁধে গুলি লেগেছে। ওই বুথে পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে তৃণমূলের জেলা সভাপতির দাবি।
তবে সেখানে কেন্দ্রীয় বাহিনীর বিএসএফের জওয়ানের ছোড়া গুলিতে জখম হয় তৃণমূল কর্মী হাসিবুল নামে এক যুবক। ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে বিহারের কিষানগঞ্জ মেডিকেলে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বিহারের পূর্ণিয়া একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে ঐ যুবকের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
