নিউজডেস্ক: আশীর্বাদ মাইক্রো ফিনান্স ও গোল্ড লোন জালিয়াতির ঘটনায় অন্তঃতদন্তে পৌছতে রাতে পুলিশের অভিযান। অভিযুক্ত ব্রাঞ্চ ম্যানেজার ও সহকারী ম্যানেজারকে সাথে নিয়ে
বৃহস্পতিবার রাতে আশীর্বাদ মাইক্রো ফিনান্স ও গোল্ড লোন ব্রাঞ্চে অভিযান চালায় পুলিশ।
সমস্ত কিছু খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ। তবে কতদূর এই তদন্ত এগোলো তা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি।
প্রশ্ন উঠছে কোটি কোটি টাকার সোনা উধাও এর পেছনে ম্যানেজার বা সহকারী ম্যানেজার ছাড়া আরও অন্য কেউ জড়িত রয়েছে কিনা। অন্যদিকে আশীর্বাদ মাইক্রো ফিনান্স গোল্ড লোনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তারা সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি না। চিটফান্ড কান্ডের এই জালিয়াতি আবারও একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে সাধারণ মানুষের কাছে।
- দুঃসাহসিক চুরি! ইসলামপুর কলেজ মোড়ে পরপর দুটি দোকান ফাঁকা, আতঙ্কে এলাকা
- ১৩৭ বছরে পা দিল চোপড়ার ঐতিহ্যবাহী অষ্টমী দুর্গাপূজা, শুরু জোহরা মেলা
- দুষ্কৃতীদের দৌরাত্ম্যে আতঙ্ক ইসলামপুরে, মহিলাদের সুরক্ষায় সরব পঞ্চায়েত প্রধান অসীমা পাল
- ভাসছে নর্দমা, দূষিত জলে ছড়াচ্ছে কলেরা, হু হু করে ভরছে হাসপাতাল — দিল্লিতে বাড়ছে আতঙ্ক
- উত্তর দিনাজপুরে ৪ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রফিক, উদ্বিগ্ন পরিবার — তথ্য পেলে যোগাযোগের অনুরোধ