নিউজডেস্ক, কালিয়াগঞ্জ : অজ্ঞাত পরিচিত যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো কালিয়াগঞ্জ (kaliyaganj) এর তিলগা এলাকায়। জানা গেছে গতকাল সন্ধ্যার দিকে কালিয়াগঞ্জ (kaliyaganj) তিলগা এলাকায় রাজ্য সড়কের কাছে এক অপরিচিত যুবকের মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা।
এরপর স্থানীয় বাসিন্দারা কালিয়াগঞ্জ (kaliyaganj) থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজে ও হাসপাতালে পাঠিয়ে দেয়। পুলিশ সূত্রে খবর মৃত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তবে তার বাড়ি কোথায় বা নাম কি এখনো জানা যায়নি। যুবকের মৃত্যু হল কিভাবে, কেউ তাকে মেরে সেখানে ফেলে রেখে গেছে কি না সে বিষয়ে তদন্তে নেমেছে কালিয়াগঞ্জ (kaliyaganj) থানার পুলিশ।
- ভ্রমণে ভিয়েতনাম
- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত CPIM নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসলামপুরে
- স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড
- পথ দুর্ঘটনার গুরুতর আহত বাইক চালক
- টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চোপড়ায় চলছিল চা পাতা তোলার কাজ, অভিযোগ ক্ষুদ্র চা চাষীদের।