নিউজডেস্ক: চোপড়ার বলরামপুর থেকে উদ্ধার চুরি যাওয়া শিশু।উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশুপুত্রকে অবশেষে উদ্ধার করল পুলিশ। শনিবার রাতে চোপড়া থানার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের বলরামপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। এই ঘটনায় ১ মহিলা সহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
শিশু সহ আটক ব্যক্তিদের শিলিগুড়ি নিয়ে আসা হয়। বাচ্চাটির জন্য এসএনসিইউ-এ বেড আগেই প্রস্তুত রেখেছিল হাসপাতাল কর্তৃপক্ষ । শারীরিক পরীক্ষার পরই শিশুটিকে প্রসূতি বিভাগে চিকিৎসাধীন তার মা রঞ্জিতার হাতে তুলে দেওয়া হয়।শিশুকে কোলে পেয়ে আনন্দে নিজের কান্না আটকে রাখতে পারেনি মা। সাংবাদিক দের প্রশ্নের জবাবে সদ্য কোলে পাওয়া শিশুটির মা ধন্যবাদ জানান পুলিশ ও সাংবাদিক সকলকেই।
- দুঃসাহসিক চুরি! ইসলামপুর কলেজ মোড়ে পরপর দুটি দোকান ফাঁকা, আতঙ্কে এলাকা
- ১৩৭ বছরে পা দিল চোপড়ার ঐতিহ্যবাহী অষ্টমী দুর্গাপূজা, শুরু জোহরা মেলা
- দুষ্কৃতীদের দৌরাত্ম্যে আতঙ্ক ইসলামপুরে, মহিলাদের সুরক্ষায় সরব পঞ্চায়েত প্রধান অসীমা পাল
- ভাসছে নর্দমা, দূষিত জলে ছড়াচ্ছে কলেরা, হু হু করে ভরছে হাসপাতাল — দিল্লিতে বাড়ছে আতঙ্ক
- উত্তর দিনাজপুরে ৪ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রফিক, উদ্বিগ্ন পরিবার — তথ্য পেলে যোগাযোগের অনুরোধ
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার উত্তরবঙ্গ মেডিকেলের প্রসূতি বিভাগ থেকে শিশুপুত্র চুরি হয়েছিল। অবশেষে তার হদিস মেলায় খুশি পরিবার। তবে শিশু চুরির ঘটনায় কর্তৃপক্ষের ভূমিকা ও হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।