নিউজডেস্ক : দুই শতক জমি দখল করাকে কেন্দ্র করে শরীকি বিবাদের জেড়ে গুরুতর আহত দুই পক্ষের ৬ জন। ঘটনার জেরে চাঞ্চল্য শুক্রবার উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার গুলন্দর ২ নম্বর অঞ্চলের বৌসা এলাকায়। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, বৌসা এলাকার বাসিন্দা ভারু মহম্মদ এর বাড়ির পাশের দুই শতক জমি দখলকে কেন্দ্র করে তার আত্মীয় সাইদুর প্রধানের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। তবে এদিন সকালে আবার দুই পরিবারের মধ্যে বিবাদ বাঁধে। সেই বিবাদ গড়ায় হাতাহাতিতে। একে অপরের উপরে লাঠি সোটা নিয়ে চড়াও হয়।
ঘটনার জেরে ভারু মহম্মদ ও সাইদুর প্রধান সহ তাদের পরিবারের মহিলা পুরুষ মিলিয়ে একাধিক সদস্য মারপিটের জেরে আহত হয়। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় বৌসা এলাকায়। গুরুতর আহত অবস্থায় দুই পক্ষের ৬ জনকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ৬ জনকে রায়গঞ্জ জেলা হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক। বর্তমানে তারা সকলে রায়গঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন। উভয় তরফে ইটাহার থানায় লিখিত অভিযোগ করা হবে বলে জানা যায়।
- দুঃসাহসিক চুরি! ইসলামপুর কলেজ মোড়ে পরপর দুটি দোকান ফাঁকা, আতঙ্কে এলাকা
- ১৩৭ বছরে পা দিল চোপড়ার ঐতিহ্যবাহী অষ্টমী দুর্গাপূজা, শুরু জোহরা মেলা
- দুষ্কৃতীদের দৌরাত্ম্যে আতঙ্ক ইসলামপুরে, মহিলাদের সুরক্ষায় সরব পঞ্চায়েত প্রধান অসীমা পাল
- ভাসছে নর্দমা, দূষিত জলে ছড়াচ্ছে কলেরা, হু হু করে ভরছে হাসপাতাল — দিল্লিতে বাড়ছে আতঙ্ক
- উত্তর দিনাজপুরে ৪ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রফিক, উদ্বিগ্ন পরিবার — তথ্য পেলে যোগাযোগের অনুরোধ