নিউজডেস্ক: সাত সকালে ভুট্টা খেতের ভিতরে এক ফেরিওয়ালার মুন্ডুহীন মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার অন্তগত টিটিহি গ্রামে। স্থানীয় সুত্রে জানা যায়,আজ সকাল ৭ঃ৩০ নাগাদ এলাকার মানুষ স্থানীয় এক ভূট্টা মুন্ডুহীন একটি মৃতদেহ দেখতে পায়।খেতের বাইরে সাইকেল সহ ফেরি করার সামগ্রী পরে থাকতেও দেখে ।
খবর পৌঁছায় থানায়।ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে হেমতাবাদ থানার পুলিশ।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি মৃতদেহের মাথার তল্লাশি শুরু করে। জানা গেছে ওই ব্যক্তি মালদা জেলার কালিয়াচক এলাকার বাসিন্দা। কে বা কারা এই ঘটনা ঘটালো তার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় এমন মর্মান্তিক হত্যার ঘটনা ঘটায় আতঙ্কে এলাকায় মানুষেরা।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
