নিউজডেস্ক: বিশ্ব হেপাটাইটিস দিবস হিসেবে পালিত হয় আজকের এই দিনটি । ইসলামপুর শহরেও আজ এই দিনটি পালন করা হয় ।ইসলামপুর সোনাখোদা রোড অবস্থিত নতুন আলো সোসাইটির ভবনে এই হেপাটাইটিস ভ্যাকসিন প্রদান করা হয় এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ।এই ভ্যাকসিন দেওয়া হয় ট্রান্সজেন্ডার কমিউনিটিদের মানুষদের মধ্যে ।
অন্যদিকে উপলক্ষে আজ চক্ষু পরীক্ষা শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। নতুন আলো ফাউন্ডেশনের সেক্রেটারি জয়িতা মন্ডল জানান এই কমিউনিটির মধ্যে মানুষদের আজ ভ্যাকসিন দেওয়া হয় ও চক্ষু পরীক্ষা শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল।
ডঃ দেবায়ন মন্ডল জানান হেপাটাইটিস সম্বন্ধে আরও সচেতনতা বাড়াতে ও তাদের ভ্যাকসিনাইজেশনের করানো হয়। তিনি বলেন এই শ্রেনীর মোট ৮০ জনকে ভ্যাকসিনাইজেশন করার কথা ভাবা হয়েছে ।