নিউজডেস্ক: তীব্র দাবদাহে অস্থির মানুষ।বিগত কয়েক দিনে সর্বাধিক তাপমাত্রা ছুঁয়েছে ৪৩°সেলসিয়াস ।একে মারাত্মক গরমে তারওপর ব্যাপক জলকষ্ট। জলের জন্য হাহাকার করছে হরিশচন্দ্রপুর বাসী।গ্রামে নেই পিএইচই।নেই কোন সাবমার্সিবল পাম্প।জলস্তর নেমে যাওয়ার ফলে নলকূপ গুলো থেকে উঠছে না জল। যার ফলে জল না পেয়ে এই গরমে ঘটি বাটি বালতি নিয়ে জলের দাবিতে রাস্তায় বিক্ষোভে বসে এলাকাবাসীর। প্রশ্নের মুখের সরকার এবং প্রশাসনের ভূমিকা। গ্রামবাসীদের অভিযোগ শাসকদলের অন্দরের ঝামেলার জন্য গ্রামে বাসেনি পিএইচই ।
অন্যদিকে সিপিএমের দাবি, মানুষের জন্য নূন্যতম পরিষেবা দিতে ব্যর্থ যে সরকার মানুষ এবার তাদের নর্দমায় ছুড়ে ফেলবে। তবে জল কষ্টের কথা মেনে নিয়েছে প্রশাসন।মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত আঙ্গারমুণি, বড়ল বাজার সহ একাধিক এলাকায় তীব্র জল কষ্ট। বৃহস্পতিবার জলের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো আঙ্গারমুণির সাধারণ মানুষ। বিক্ষোভের সামনের সারিতে গ্রামের মহিলারা।বালতি, কলসি রাস্তায় রেখে জলের দাবীতে বিক্ষোভ।পানিয় জল না পেয়ে প্রচন্ড কষ্ট পাচ্ছে শিশুরা। জানা গেছে, তিন বছর আগে এই এলাকায় পিএইচই হওয়ার কথা ছিল। কিন্তু জমি নিয়ে জট তৈরি হয়।কোন জমিতে পিএইচই হবে এ নিয়ে শাসকদলের অন্দরে মতভেদ তৈরি হয়। তার জেরেই এখনো হয়নি পিএইচই। যার ফলে এই তীব্র গরমে ভুগতে হচ্ছে গ্রামবাসীকে। জল কষ্টের কথা স্বীকার করে নিয়েছেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
