নিউজডেস্ক: ইসলামপুর ব্লকের গাইসাল-২ গ্রাম পঞ্চায়েতের গ্রাম রামপুর। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে ছোট নদী সেরুয়ানি। প্রায় ১১ বছর আগে এক ভয়ঙ্কর বন্যায় সেরুয়ানি নদীর রামপুরের ওই সেতুটি ক্ষতিগ্রস্ত হয় ।তারপর থেকেই ঐ সেতুর উপর দিয়ে বড় গাড়ি তো দূরের কথা , অ্যাম্বুলেন্সও যাতায়াত করতে পারে না।
সেই সেতু বেহাল অবস্থায় থাকায় সমস্যায় পড়তে হয় কালানাগিন , রামপুর,কারকবস্তি, মরুয়াগাঁও , মালকাডাঙা,বারোবিঘা মনিভিটা সহ গোয়ালপোখোর থানা এলাকার লক্ষাধিক মানুষকে । তাদের অভিযোগ, ওই নদীতে ব্রিজ বেহাল থাকায় তাদের প্রায় ১৮ কিলোমিটার ঘুরে দারিভিট হয়ে ইসলামপুর শহরে যাতায়াত করতে হয় ।
স্থানীয় গণ আন্দোলনের নেতা বাজিল আখতার জানান,’বাম আমলে ওই সেতু তৈরি হয় । ২০১২ সালে ওই সেতু ভয়ঙ্কর বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তখন থেকেই রাজ্যের ক্ষমতায় তৃণমূল পরিচালিত সরকার। তারা প্রতিটি নির্বাচনে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে প্রতিশ্রুতির বন্যায় ভাসিয়ে দেন। এবার এলাকার মানুষ তাদের মিথ্যা প্রতিশ্রুতিতে ভুলতে নারাজ। জনগণ জোট বাঁধছে এবং এবার পঞ্চায়েত ভোটের আগে নেতাদের মিথ্যে প্রতিশ্রুতিতে ভুলবে না ।
- দুঃসাহসিক চুরি! ইসলামপুর কলেজ মোড়ে পরপর দুটি দোকান ফাঁকা, আতঙ্কে এলাকা
- ১৩৭ বছরে পা দিল চোপড়ার ঐতিহ্যবাহী অষ্টমী দুর্গাপূজা, শুরু জোহরা মেলা
- দুষ্কৃতীদের দৌরাত্ম্যে আতঙ্ক ইসলামপুরে, মহিলাদের সুরক্ষায় সরব পঞ্চায়েত প্রধান অসীমা পাল
- ভাসছে নর্দমা, দূষিত জলে ছড়াচ্ছে কলেরা, হু হু করে ভরছে হাসপাতাল — দিল্লিতে বাড়ছে আতঙ্ক
- উত্তর দিনাজপুরে ৪ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রফিক, উদ্বিগ্ন পরিবার — তথ্য পেলে যোগাযোগের অনুরোধ