নিউজডেস্ক: তোলা বাজির প্রতিবাদ করায় চাকুর আঘাতে জখম দুই যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর( Islampur) শহরের বীজ হাট্টি এলাকায়।
জানা গিয়েছে, শহরের বীজ হাট্টি এলাকায় রতন সাহা নামে এক কাপড় ব্যবসায়ীকে দীর্ঘদিন ধরে তোফিক নামে এক যুবক টাকার জন্য চাপ দিয়ে আসছিল।
এরপর ঐ যুবক কিছুদিন আগে তার কিছু বন্ধুকে নিয়ে ওই কাপড় ব্যবসায়ীর কাছে টাকা আদায়ের জন্য দোকানে এসে ঝামেলা সৃষ্টি করে এবং টাকা না পেয়ে ওই কাপড় ব্যবসায়ীকে দেখে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ । আজ সকালে ওই কাপড় ব্যবসায়ীর দোকানে সাহিল নামে আর এক যুবক আবার টাকা আদায়ের জন্য ঝামেলা সৃষ্টি করে।
তখন দোকান মালিকের ভাগ্নে অসিম সাহা প্রতিবাদ করায় তাকে চাকু দিয়ে একাধিক জায়গায় আঘাত করে বলে অভিযোগ। তাকে বাঁচাতে গেলে এই ঘটনায় স্হানীয় আরও এক যুবক জখম হয়। এরপর ওই অভিযুক্ত যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে দোষীদের খোঁজ শুরু করেছে পুলিশ।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
