নিউজডেস্ক: তোলা বাজির প্রতিবাদ করায় চাকুর আঘাতে জখম দুই যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর( Islampur) শহরের বীজ হাট্টি এলাকায়।
জানা গিয়েছে, শহরের বীজ হাট্টি এলাকায় রতন সাহা নামে এক কাপড় ব্যবসায়ীকে দীর্ঘদিন ধরে তোফিক নামে এক যুবক টাকার জন্য চাপ দিয়ে আসছিল।
এরপর ঐ যুবক কিছুদিন আগে তার কিছু বন্ধুকে নিয়ে ওই কাপড় ব্যবসায়ীর কাছে টাকা আদায়ের জন্য দোকানে এসে ঝামেলা সৃষ্টি করে এবং টাকা না পেয়ে ওই কাপড় ব্যবসায়ীকে দেখে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ । আজ সকালে ওই কাপড় ব্যবসায়ীর দোকানে সাহিল নামে আর এক যুবক আবার টাকা আদায়ের জন্য ঝামেলা সৃষ্টি করে।
তখন দোকান মালিকের ভাগ্নে অসিম সাহা প্রতিবাদ করায় তাকে চাকু দিয়ে একাধিক জায়গায় আঘাত করে বলে অভিযোগ। তাকে বাঁচাতে গেলে এই ঘটনায় স্হানীয় আরও এক যুবক জখম হয়। এরপর ওই অভিযুক্ত যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে দোষীদের খোঁজ শুরু করেছে পুলিশ।
- ভ্রমণে ভিয়েতনাম
- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত CPIM নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসলামপুরে
- স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড
- পথ দুর্ঘটনার গুরুতর আহত বাইক চালক
- টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চোপড়ায় চলছিল চা পাতা তোলার কাজ, অভিযোগ ক্ষুদ্র চা চাষীদের।