নিউজডেস্ক: রাজ্যে এখন সব পদের জন্য ঘুষ দিতে হয়! এমন টাই দাবি সর্বক্ষেত্রে। ফারাক্কার ঘটনাও তাই বলছে। জানা গেছে, স্ত্রীকে প্রধান করে দেবার লোভ দেখিয়ে এক তৃনমূল নেতার থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নিমতিতার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সামিউল হক এবং প্রধান মইদুল ইসলাম। সোশ্যাল মিডিয়ায় এমনই মারাত্মক অভিযোগ তুলে বিষ খেয়ে আত্মহত্যা করেন নিমতিতা গ্রাম পঞ্চায়েতের সদস্যা মালা হালদারের স্বামী বিশ্বনাথ হালদার। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হলে বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে।
তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন সামিউল হক এবং মইদুল ইসলাম। বরং তারা বলেন, মালা হালদারের স্বামী বিশ্বনাথ হালদারকে বিভিন্নভাবে আর্থিক সাহায্য করেছেন তারা।
সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন বিশ্বনাথ হালদার। সেখানেই এই বিস্ফোরক অভিযোগ করেন তিনি। স্ত্রী মালা হালদারকে প্রধান করার আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়ার মতো ঘটনা সামনে আনেন বিশ্বনাথ।তিনি বলেন টাকা দেওয়ার জন্য স্ত্রী ও পরিবারের গয়না বন্ধক এবং বিক্রি করতে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আর এসব কিছুর পেছনে সামিউল হক এবং মইদুল ইসলাম, দুই গ্রাম পঞ্চায়েত সদস্য ছাড়াও আরও দু’জন জড়িত রয়েছেন বলেই দাবি করেছিলেন বিশ্বনাথ।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
