নিউজডেস্ক:
পঞ্চায়েত নির্বাচনের আগেই তৃণমূলে ভাঙ্গন। এবার চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য কংগ্রেসে যোগদান করল । গতকাল বিকালে কংগ্রেস নেতা অশোক রায়ের বাসভবনে যোগদান করে তৃণমূলের পঞ্চায়েত সদস্য যোগেন সিংহ সহ বেশকয়েজন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য অশোক রায় ও চোপড়া ব্লক কংগ্রেসের সভাপতি ড: মসিরুদ্দিন।
গ্রাম পঞ্চায়েত সদস্য যোগেন সিংহের অভিযোগ
পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে দলবদলের হিরিক ততই সামনে আসছে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য কংগ্রেসে যোগদান করাতে তৃণমূলের অন্দরমহলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। গ্রাম পঞ্চায়েত সদস্য যোগেন সিংহের অভিযোগ দলে থেকে পঞ্চায়েতের কোনও কাজ কর্ম করতে পাচ্ছেন না। এছাড়াও একজন পঞ্চায়েত সদস্য হিসাবে কোনও গুরত্ব নেই তার। তাই তিনি তৃণমূল ছেড়ে এদিন বেশ কয়েকজনকে নিয়ে কংগ্রেসে যোগদান করেন।
তৃনমুলের দাবি দলের পচারাই অন্য দলে যোগ দিচ্ছে
অন্যদিকে তৃণমূলের অভিযোগ যোগেন সিংহ তৃণমূলে আসার পর থেকেই সবসময় মদ্য অবস্থায় থাকতেন তার জন্য তাকে পাত্তা দেওয়া হত না। তবে তৃণমূলে যাদেরকে পচা হিসাবে দেখা হয় তারাই এখন অন্য দলে যোগদান করছে তবে এতে তৃণমূলে কোনো প্রভাব পড়বে না বলে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতির দাবি।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
