নিউজডেস্ক : চাষের জমিতে জল দিতে গিয়ে বিদ্যুৎ চালিত জল সেচের মেশিনের তার থেকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত তিন জন কৃষক। ঘটনাটি ঘটেছে শুক্রবার ইটাহার থানার মারনাই অঞ্চলের বীরনগর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে বীরনগর গ্রামের বেশ কয়েকজন কৃষক চাষের জমিতে জল দিতে যায়। সেই সময় জমিতে থাকা বিদ্যুৎ চালিত জল সেচের মেশিনের তার শরীরে লেগে পরপর বিদ্যুৎ স্পৃষ্ট হয় আরজাউল হক, আমরুল হক ও আনজারুল হক।
এরপর প্রত্যক্ষদর্শী অন্যান্য কৃষকেরা তাদের জমি থেকে উদ্ধার করে তড়িহড়ি ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের রায়গঞ্জ জেলা হাসপাতাল স্থানান্তর করে চিকিৎসক। অল্পের জন্য রক্ষা পায় জমিতে কাজ করা অন্যান্য কৃষকরা। বর্তমানে আহত তিনজন কৃষক রায়গঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে বলে খবর।
- দুঃসাহসিক চুরি! ইসলামপুর কলেজ মোড়ে পরপর দুটি দোকান ফাঁকা, আতঙ্কে এলাকা
- ১৩৭ বছরে পা দিল চোপড়ার ঐতিহ্যবাহী অষ্টমী দুর্গাপূজা, শুরু জোহরা মেলা
- দুষ্কৃতীদের দৌরাত্ম্যে আতঙ্ক ইসলামপুরে, মহিলাদের সুরক্ষায় সরব পঞ্চায়েত প্রধান অসীমা পাল
- ভাসছে নর্দমা, দূষিত জলে ছড়াচ্ছে কলেরা, হু হু করে ভরছে হাসপাতাল — দিল্লিতে বাড়ছে আতঙ্ক
- উত্তর দিনাজপুরে ৪ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রফিক, উদ্বিগ্ন পরিবার — তথ্য পেলে যোগাযোগের অনুরোধ