নিউজডেস্ক: নরক যন্ত্রণায় ভুগছে চোপড়া থানার দাসপাড়া(Daspara) গ্রাম পঞ্চায়েতের শেখ বস্তি এলাকার বাসিন্দারা। দাসপাড়া(Daspara) বাজার লাগোয়া গ্রাম শেখ বস্তি। বৃষ্টি শুরু হবার পর থেকে এই গ্রামের অধিকাংশ রাস্তায় দাড়িয়ে রয়েছে জল। চলাচল করতে চরম সমস্যায় পড়েছে স্থানীয় বাসিন্দারা।
গ্রামবাসীদের বহুদিনের দাবি নিকাশি নালা ও পাকা রাস্তা । স্থানীয় বাসিন্দারা বলেন, বেশ কয়েক বছর ধরেই বর্ষা এলেই জল যন্ত্রণায় ভুগতে হয় গোটা গ্রামকে। রাস্তার জল পেরিয়ে নামাজ পড়তে যেতে হয়। স্কুলে যেতে সমস্যায় পড়তে হয় ছাত্র ছাত্রীদের। গ্রামের মধ্যে ১০০ মিটার ড্রেন নির্মাণ করা হয়েছে কিন্তু জল বেরোনোর কোনো মুখ নির্মাণ করা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের।
রবিবার ও বৃহস্পতিবার সবথেকে বড় হাট বসে দাসপাড়া বাজারে । এই দুইদিন অনেকটাই যানজট থাকে । নিত্য যাত্রীরা যানজট এড়িয়ে শেখ বস্তি গ্রামের ভিতরের রাস্তা বাইপাস হিসেবে বেছে নিলেও রাস্তার উপর দাড়িয়ে রয়েছে জল। তাই চরম সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের ও । গ্রামবাসীদের অভিযোগ বারবার প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। রাস্তা ও নিকাশি নালার দাবি পূরণ না হলে দাসপাড়া বাজারে রাজ্য সড়ক অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছে গ্রামবাসীরা ।
- ভ্রমণে ভিয়েতনাম
- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত CPIM নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসলামপুরে
- স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড
- পথ দুর্ঘটনার গুরুতর আহত বাইক চালক
- টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চোপড়ায় চলছিল চা পাতা তোলার কাজ, অভিযোগ ক্ষুদ্র চা চাষীদের।