নিউজডেস্ক: স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে পড়ুয়াদের পোশাক তৈরির কাজ শুরু হয়েছে। পোশাক তৈরির বরাত পেয়ে খুশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। ব্লক প্রশাসন সুত্রে জানা গিয়েছে,স্বনির্ভর মহিলাদের মাধ্যমে পোশাক তৈরির কাজ চলছে।এবার ব্লকে তালিকাভুক্ত মোট পড়ুয়া ৫৬৭৩৬ জন।তারা প্রত্যেকে দুই সেট করে পোশাক পাবে।
চোপড়া বিডিও অফিসের নজরদারিতে সেলায়ের কাজ শুরু হয়েছে।বিডিও অফিস চত্বরের একটি ঘরে রীতিমত জোরকদমে কাজ চলছে।চোপড়ায় পোশাক তৈরির কাজে নিযুক্ত স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত মিনতি সিংহ
বলেন,গত বার তারা কাজ করেছেন।এবারও কাজের বরাদ পেয়ে খুশি।
বিডিও সমীর মণ্ডল বলেন,কোনও বেসরকারি সংস্থার হাতে নয়।প্রশিক্ষণপ্রাপ্ত দলের মেয়েরাই পোশাক তৈরির কাজ করবেন।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
