নিউজডেস্ক: স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে পড়ুয়াদের পোশাক তৈরির কাজ শুরু হয়েছে। পোশাক তৈরির বরাত পেয়ে খুশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। ব্লক প্রশাসন সুত্রে জানা গিয়েছে,স্বনির্ভর মহিলাদের মাধ্যমে পোশাক তৈরির কাজ চলছে।এবার ব্লকে তালিকাভুক্ত মোট পড়ুয়া ৫৬৭৩৬ জন।তারা প্রত্যেকে দুই সেট করে পোশাক পাবে।
চোপড়া বিডিও অফিসের নজরদারিতে সেলায়ের কাজ শুরু হয়েছে।বিডিও অফিস চত্বরের একটি ঘরে রীতিমত জোরকদমে কাজ চলছে।চোপড়ায় পোশাক তৈরির কাজে নিযুক্ত স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত মিনতি সিংহ
বলেন,গত বার তারা কাজ করেছেন।এবারও কাজের বরাদ পেয়ে খুশি।
বিডিও সমীর মণ্ডল বলেন,কোনও বেসরকারি সংস্থার হাতে নয়।প্রশিক্ষণপ্রাপ্ত দলের মেয়েরাই পোশাক তৈরির কাজ করবেন।
- জাকিরেই আস্থা তৃণমূল কংগ্রেসের
- পাঠ প্রতিক্রিয়া: ঠিকানা বদল হওয়ার দিন
- কলেজ দিনের বালক
- শিক্ষক দিবস পেড়িয়ে গেলে কি হবে? উদযাপনের দিন লাগে না, দেখিয়ে দিল ইসলামপুর গ্রাম পঞ্চায়েত
- নবীজির জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন।