নিউজডেস্ক: বাংলার বিধায়ক সাংসদরা দিল্লিতে এসে বলে বাংলার টাকা বন্ধ করে দাও আজ এমনই অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হার্বারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।আজ ইসলামপুর কোর্ট ময়দানে মিটিং করতে এসে এই অভিযোগ করেন। নব জোয়ার যাত্রা যা শুরু হয়েছে কোচবিহার থেকে আজ ইসলামপুর কোট ময়দানে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন প্রধানমন্ত্রী হয়েছি যখন ইচ্ছা গরিব মানুষের টাকা বন্ধ করে দেবো আজ এইভাবে কেন্দ্রের সরকারকে আক্রমণ করেন। তিনি বলেন ১০০ দিনের টাকা আটকে দিয়েছে, আবাস যোজনার টাকা আটকে দিয়েছে দিল্লির সরকার। নবজোয়ার যাত্রায় কোর্ট ময়দানে তৃণমূল সমর্থকদের ভির উপচে পড়েছিল।
কিন্তু আজ তৃণমূলের এই নবজোয়ার যাত্রায় ইসলামপুরের বিধায়ক প্রবীণ নেতা আব্দুল করিম চৌধুরী মঞ্চে গেলেন না।তিনি বলেন তাকে আমন্ত্রণ জানানো হয়নি।তিনি বলেন আমি ভেবেছিলাম আমার বাড়িতে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড তৃণমূল কংগ্রেসের। এর আগেও বাড়িতে অনেকে এসেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব গান্ধী আরো সবাই এসেছিলেন। আমার আশাহত হল। তবে তার বাসভবন গোলঘরে রাজ অনেক তৃণমূল কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন। তিনি বলেন অভিষেকের অফিস থেকে ফোন এসেছিল কিন্তু এখানকার নেতারা কেউ বলেনি।
- (no title)
- (no title)
- Archery World Cup| তীরন্দাজ বিশ্বকাপের প্রথম পর্যায়ে ৫ টি সোনা ভারতীয় খেলোয়াড়দের।
- ‘টাকাও যাবে, জেলেও যাবে’আদালতের নির্দেশের পরেও পদত্যাগ করেনি যারা- জানালেন জাস্টিস বসু
- ‘২০২৩ সালের পঞ্চায়েত ভোট শাসক দলের কাছে সহজ হবে না’- আনাওয়ারুল হক