নিউজডেস্ক: ইসলামপুরে জেলা পরিষদের ভোট গণনা শুরু হওয়ার আগেই উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ পুলিশের।ঘটনায় জখম চোপড়ার বিধায়ক হামিদুল রহমান সহ বেশ কয়েকজন। ঘটনাটা গণনা কেন্দ্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।বিধায়কের উপর লাঠিচার্জ! কাঠগড়ায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ।
ভোটগণনা কেন্দ্রের সামনে তৃণমূল বিধায়ককে লাঠি মারার অভিযোগ উঠল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বাহিনীর লাঠির আঘাতে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান গুরুতর চোট পেয়েছেন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ইসলামপুরে । মঙ্গলবার সকাল থেকেই ইসলামপুর হাইস্কুলে পঞ্চায়েত ভোটের গণনা চলছে।
অভিযোগ, রাত গড়াতেই সেখানে পৌঁছোন বিধায়ক হামিদুল রহমান। সঙ্গে ছিলেন তৃণমূল কর্মীরাও। এই ঘটনায় বিধায়ক সহ বেশ কয়েক জন তৃণমূল কর্মী লাঠির আঘাতে গুরুতর ভাবে জখম হয় । তাদের তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। বিধায়ক সহ বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
- ভ্রমণে ভিয়েতনাম
- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত CPIM নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসলামপুরে
- স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড
- পথ দুর্ঘটনার গুরুতর আহত বাইক চালক
- টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চোপড়ায় চলছিল চা পাতা তোলার কাজ, অভিযোগ ক্ষুদ্র চা চাষীদের।