আমেরিকায় হামেশাই শিক্ষা ক্ষেত্রে বন্দুকবাজের হামলার ঘটনা ঘটে। এবার তেমন ঘটনা ঘটলো মালদার মুচিয়া চন্দ্র মোহন হাইস্কুলে। । স্কুলের সপ্তম শ্রেনীর ঘরে আচমকাই ঢুকে পরে এক বন্দুকবাজ।আগ্নেয়াস্ত্র ছাড়াও বন্দুকবাজের কাছে ছিল অ্যাসিড বোমাও।এই ঘটনায় তীব্র শোরগোল পরে যায় এলাকায়। রীতিমতো পণবন্দি করে চায় শিক্ষার্থীদের। প্রায় ঘন্টা খানেক চলে ক্লাস ঘরে তান্ডব।জানা গেছে, সেই বন্দুকবাজ স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী।
খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করেছে। তার ছেলে ও স্ত্রী নিখোঁজ বলে ওই ব্যক্তি দাবি করেছেন। কেন তিনি বন্দুক নিয়ে ঢুকলেন, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন কি না, সব কিছু খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
