আমেরিকায় হামেশাই শিক্ষা ক্ষেত্রে বন্দুকবাজের হামলার ঘটনা ঘটে। এবার তেমন ঘটনা ঘটলো মালদার মুচিয়া চন্দ্র মোহন হাইস্কুলে। । স্কুলের সপ্তম শ্রেনীর ঘরে আচমকাই ঢুকে পরে এক বন্দুকবাজ।আগ্নেয়াস্ত্র ছাড়াও বন্দুকবাজের কাছে ছিল অ্যাসিড বোমাও।এই ঘটনায় তীব্র শোরগোল পরে যায় এলাকায়। রীতিমতো পণবন্দি করে চায় শিক্ষার্থীদের। প্রায় ঘন্টা খানেক চলে ক্লাস ঘরে তান্ডব।জানা গেছে, সেই বন্দুকবাজ স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী।
খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করেছে। তার ছেলে ও স্ত্রী নিখোঁজ বলে ওই ব্যক্তি দাবি করেছেন। কেন তিনি বন্দুক নিয়ে ঢুকলেন, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন কি না, সব কিছু খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
- ভ্রমণে ভিয়েতনাম
- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত CPIM নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসলামপুরে
- স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড
- পথ দুর্ঘটনার গুরুতর আহত বাইক চালক
- টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চোপড়ায় চলছিল চা পাতা তোলার কাজ, অভিযোগ ক্ষুদ্র চা চাষীদের।