নিউজডেস্ক: ডোক নদী থেকে অজ্ঞাত পরিচিত এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায় । রবিবার সকালে ঘটনাটি ঘটেছে চোপড়া ব্লকের বিশ্বাস টলি এলাকায় । ডোক নদীতে জলে দেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা । এরপর পুলিশে খবর দেওয়া হয়। ঘটনার কথা জানা জানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে।
এলাকায় ভিড় জমাতে শুরু করে এলাকার সাধারণ মানুষজন। খবর পেয়ে ছুটে আসে চোপড়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। উদ্ধার হওয়া দেহের পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
- ভ্রমণে ভিয়েতনাম
- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত CPIM নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসলামপুরে
- স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড
- পথ দুর্ঘটনার গুরুতর আহত বাইক চালক
- টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চোপড়ায় চলছিল চা পাতা তোলার কাজ, অভিযোগ ক্ষুদ্র চা চাষীদের।