নিউজডেস্ক : উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবাড়ি এলাকায় স্থাপিত হতে চলেছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আওতায় কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র। ইসলামপুর গ্রাম পঞ্চায়েত সদস্য নুরুদ্দিন এদিন জানান, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগ তৈরি হতে চলেছে কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রটি।

বারবার চুরি হচ্ছে কেনো স্কুল গুলোতে, উঠছে প্রশ্ন

ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে এই নির্মাণ কাজ শুরু হয়েছে।এর ফলে গ্রামের মানুষের ফেলে দেওয়া দু ধরনের নোংরা একটি পচনশীল একটি অপচনশীল দুটি পৃথক করে তা থেকে জৈব সার তৈরি করা হবে।সেই সার আবার কৃষকদের চাষের কাজে ব্যবহৃত করা হবে। এর ফলে এইখানে কর্মসংস্থানেরও সুযোগ রয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের এখানে কাজের সম্ভাবন সম্ভাবনা রয়েছে। এটি যথেষ্টই ভাল উদ্যোগ।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *