নিউজডেস্ক: আজ সকাল ৭টার দিকে দিনহাটা ২ নম্বর ব্লকের বুড়িরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির ( BJP) পঞ্চায়েত প্রার্থী প্রতিমা বর্মনের বাড়ির সামনে থেকে উদ্ধার হয় একটি তাজা বোমা। এই ঘটনার পর বিজেপির(BJP) দিনহাটা বিধানসভার কো-কনভেনর প্রদীপ বর্মন( Pradip Barman) বলেন, ‘বুড়িরহাটে তৃণমূল(TMC) সন্ত্রাস করছে। তাদের যে পায়ের তলার মাটি সরে গিয়েছে তা তারা বুঝেতে পেরেই এসব করছে। তিনি এদিন বলেন, বিজেপি(BJP) কর্মী বা প্রার্থীদের ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। তারা এই অপশাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেই।’

অন্যদিকে, বিজেপির(BJP) অভিযোগ একদম ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূলের( TMC) ব্লক সহ সভাপতি আব্দুল সাত্তার। আব্দুল সাত্তারের পাল্টা দাবি , ‘বিজেপির লোকেরা নিজেরাই নিজেদের বাড়ির সামনে তাজা বোমা রেখে তৃণমূলের (TMC)ওপর দোষ চাপাচ্ছে।’

প্রসঙ্গত, রাজ্যে পঞ্চায়েত ভোট যতোই এগিয়ে আসছে ততই ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে শাসক দল। একই অভিযোগ সকল বিরোধী দলের। রাজ্যে পঞ্চায়েত ভোটের বলি হয়েছে এখনো ৭ জন। গতকাল দিনহাটায় এক বিজেপি (BJP) প্রার্থীর দেওয়রকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। যদিও শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে ঐ ব্যক্তি কোনো রাজনৈতিক দলের সদস্য নয়।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *