নিউজডেস্ক:আসন্ন পঞ্চায়েত ভোটে দলীয় টিকিট না পেয়ে অনেক তৃনমূল কর্মী ও নেতা নির্দল প্রতিকে ভোট যুদ্ধে অংশ গ্রহন করছে। অনেকে আবার সেই নির্দল প্রার্থীর প্রচার করছে দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে। বিশেষ করে উত্তর দিনাজপুরের ইসলামপুর এই কারনে সমস্যায় পড়তে হয়েছে তৃনমূল কংগ্রেসকে।

বাম কংগ্রেসের অনড় মনোভাব চাপ বাড়াচ্ছে প্রশাসনের

হুমকি দিয়েও কোনো লাভ না হওয়ায় এবার তাই ইসলামপুর ব্লকে ৪৯ জন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বহিষ্কার করল তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হুসেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, দলে থেকে দলের বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়েছেন এবং যারা নির্দলদের সমর্থন করেছেন তাদেরকে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হুসেন দল থেকে বহিষ্কার করেন।

দীনদরিদ্র পার্টি পাগল মানুষটি সিপিএমের প্রার্থী

এদিন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের উপস্থিত ইসলামপুর শহর তৃণমূল দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হুসেন। জেলা সভাপতির উপস্থিতিতে ৪৯ জন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বহিষ্কার করা হয়।

অন্য দিকে চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের মেয়ে নির্দল প্রার্থী হয়ে করিম চৌধুরীর সমর্থনে ভোটে লড়ছে। তাহলে কি তার নামও সেই তালিকায় আছে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে জানানো হয়, সেই সিদ্ধান্ত উচ্চ মহল নেবে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *