নিউজডেস্ক: ভদ্রকালী চা বাগান বিক্রি হয়ে যাচ্ছে -এই কথা জানতে পেরে আজ আইএনটিটিইউসি সমর্থিত চা বাগানে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ভদ্রকালী চা বাগানের সামনে অবস্থানে বসেন চা শ্রমিকরা । তাদের দাবি, ওই চা বাগান বিক্রি করা যাবে না ।চা বাগান বিক্রি হয়ে গেলে শ্রমিকরা আর্থিক সংকটে পড়বেন। তাদের অনেক দাবিদাওয়া রয়েছে- সেগুলি মেটাতে হবে। তাদের দাবি, চা বাগান যদি বিক্রি করতে হয় তবে মালিকপক্ষকে আগে তাদের সঙ্গে আলোচনায় বসতে হবে।
শ্রমিক নেতা মোহাম্মদ সামসুজ্জোহা বলেন ,আমাদের সঙ্গে আলোচনায় বসতে হবে এবং শ্রমিকদের দাবি দাওয়া দেওয়া মেটাতে হবে। আমাদের দাবি মানা না হলে লাগাতার আন্দোলন চলতে থাকবে।অনেক পুরুষ ও মহিলা শ্রমিক বাগানে কাজ করেন । বাগান বিক্রি হলে তাদের রুটি রুজির প্রশ্ন দেখা দেবে ।এছাড়া তারা কোথায় যাবেন। এ বিষয়ে ভদ্রকালী চা বাগানের ম্যানেজার সুমন ঘোষ বলেন, বাগান বিক্রি হওয়ার কোন কথা আমার জানা নেই। তবে যে অচল অবস্থা হয়েছে তা আলোচনার মধ্য দিয়ে মেটানো হবে।
- জাকিরেই আস্থা তৃণমূল কংগ্রেসের
- পাঠ প্রতিক্রিয়া: ঠিকানা বদল হওয়ার দিন
- কলেজ দিনের বালক
- শিক্ষক দিবস পেড়িয়ে গেলে কি হবে? উদযাপনের দিন লাগে না, দেখিয়ে দিল ইসলামপুর গ্রাম পঞ্চায়েত
- নবীজির জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন।