নিউজডেস্ক: আশির্বাদ মাইক্রো ফাইন্যান্স এবং গোল্ড লোনের ইসলামপুর শাখায় বড়সড় গরমিলের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আশির্বাদ মাইক্রো ফাইন্যান্স এবং গোল্ড লোনের উর্ধ্বতন কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ইসলামপুর শাখার ম্যানেজার ও সহকারী ম্যানেজারকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানার পুলিশ। আশির্বাদ মাইক্রো ফাইন্যান্স এবং গোল্ড লোনের উচ্চ পদস্থ কর্তৃপক্ষের পাশাপাশি ইসলামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এনিয়ে ইতিমধ্যেই শহরজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, আশির্বাদ মাইক্রো ফাইন্যান্স এবং গোল্ড লোনের উচ্চ পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে ইসলামপুর শাখায় অডিট শুরু হয়। অডিট চলাকালীন আনুমানিক ৩৫টি সোনার প্যাকেটের বিষয়ে গরমিলের অভিযোগ সামনে উঠে আসে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে উচ্চ পদস্থের তদন্তে আশির্বাদ মাইক্রো ফাইন্যান্স এবং গোল্ড লোনের ইসলামপুর শাখার ম্যানেজার প্রবাল গুরুং ও সহকারী ম্যানেজার মহম্মদ শাহনওয়াজকে দোষী পাওয়া যায়। সংস্থার রিজিওনাল ম্যানেজার বীরেন্দ্র কুমার উপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে ইসলামপুর শাখার ম্যানেজার প্রবাল গুরুং ও সহকারী ম্যানেজার মহম্মদ শাহনওয়াজকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানার পুলিশ।
পাশাপাশি আশির্বাদ মাইক্রো ফাইন্যান্স এবং গোল্ড লোনের ইসলামপুর শাখাকে সিল করে দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। সবমিলিয়ে ঘটনার জেরে আশির্বাদ মাইক্রো ফাইন্যান্স এবং গোল্ড লোনের ইসলামপুর শাখার গ্রাহকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে।
- দুঃসাহসিক চুরি! ইসলামপুর কলেজ মোড়ে পরপর দুটি দোকান ফাঁকা, আতঙ্কে এলাকা
- ১৩৭ বছরে পা দিল চোপড়ার ঐতিহ্যবাহী অষ্টমী দুর্গাপূজা, শুরু জোহরা মেলা
- দুষ্কৃতীদের দৌরাত্ম্যে আতঙ্ক ইসলামপুরে, মহিলাদের সুরক্ষায় সরব পঞ্চায়েত প্রধান অসীমা পাল
- ভাসছে নর্দমা, দূষিত জলে ছড়াচ্ছে কলেরা, হু হু করে ভরছে হাসপাতাল — দিল্লিতে বাড়ছে আতঙ্ক
- উত্তর দিনাজপুরে ৪ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রফিক, উদ্বিগ্ন পরিবার — তথ্য পেলে যোগাযোগের অনুরোধ