নিউজডেস্ক: বন্য পশু হোক বা বনের গাছ এসবের দিকেই নজর থাকে চোরাকারবারিদের। তেমন এক চোরাকারবারিকে আটক করলো বন কর্মীরা।আগাম খবরের ভিত্তিতে গতকাল বিকেলে শিলিগুড়ির মিলনমোড় বাজার থেকে রাকেশ বড়াইক (২৫) নামে এক যুবককে হরিনের শিং আটক করে বন বিভাগের কর্মীরা।
এদিন ধৃত যুবক রাকেশ বড়াইকে জিজ্ঞাসা বাদ করেন দার্জিলিং ওয়াইল্ড লাইফ ডিভিশনের সুকনা স্কোয়াড ১ রেঞ্জের অফিসার দীপক রসাইলি।তাকে জিজ্ঞাসাবাদ আরও ২ টি হরিনের শিং উদ্ধার করা হয়। যুবকে জিজ্ঞাসাবাদ করে তার সাথে আটও কে কে যুক্ত আছে, কোথায় থেকে পাচার চক্র কাজ করছে জানার চেষ্টা করা হয়। অন্যদিকে আজ ধৃতকে শিলিগুড়ি এসজিএম আদালতে তোলা হয়।
- জাকিরেই আস্থা তৃণমূল কংগ্রেসের
- পাঠ প্রতিক্রিয়া: ঠিকানা বদল হওয়ার দিন
- কলেজ দিনের বালক
- শিক্ষক দিবস পেড়িয়ে গেলে কি হবে? উদযাপনের দিন লাগে না, দেখিয়ে দিল ইসলামপুর গ্রাম পঞ্চায়েত
- নবীজির জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন।