
রবি আড্ডায় চিরঞ্জীব হালদার
রাখহরি দশ ভরি
রেখে সোনা যায় জেলে
কে কে যাবে তার সাথে
বেঁকে বসে তার ছেলে।
ছেলে তার কারবার
জানে তাহা রাখহরি
জেল থেকে এলে ফিরে
আরও পাবে ষাট ভরি।
দশ ভরি নেতা নেবে
দশ ভরি পুলিশে।
আর দশ ভরি যাবে
যে খেয়েছে গুলি সে।
দিন দুনিয়ার খাস খবর
রাখহরি দশ ভরি
রেখে সোনা যায় জেলে
কে কে যাবে তার সাথে
বেঁকে বসে তার ছেলে।
ছেলে তার কারবার
জানে তাহা রাখহরি
জেল থেকে এলে ফিরে
আরও পাবে ষাট ভরি।
দশ ভরি নেতা নেবে
দশ ভরি পুলিশে।
আর দশ ভরি যাবে
যে খেয়েছে গুলি সে।
দিনদুনিয়ার খাসখবর