রবি আড্ডায় স্বর্ণা দাস
১
প্রসূতি মেঘের আগায় শ্রম গুলে
একটি লাভ রিয়াক্ট ভিজে মখমল।
অবিকল স্মৃতি পিপাসু ক্লান্ত ঠানদির
ডালপালা উঠে
এইমাত্র কয়েক টুকরো বৃষ্টি
লিখতে থাকে সহস্র ‘মেঘদূত’।
আঙ্গুলের নির্জন মাংস এক একটি
দলা পাকানো কান্না,
তরবারি মিলিয়ে যাচ্ছে রাগিনী বাহারময়
জ্বরের সবুজ চা’য়ে ;
পাশাপাশি আলোর পরিমিতি গুলে
বালিকার সংখ্যাতত্ব
লেগে
থাকা
স্নায়ুর
লিকুইড
উপমা।
২
রক্ত
মিশে যাওয়া
ছিন্নভিন্ন
গুড়ো
ন্যাপকিন ।
যতটুকু জলীয় শোক এসে পড়ে
সীমন্তিনী, দূরত্ব মেপে পাতা পোড়া জীবন
রাত
ফুরানো
মোমকুচি
আমাকে অন্ধকার হতে শেখায় ল্যাংটো জীবন