নিউজডেস্ক: শনিবার মালদার সামসী-আলাল রুটে মাগুরা এলাকায় ৮১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে সরকারি বাস। এই ঘটনায় আহত হয়েছে ৮, ৯ জন। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি জখমদের উদ্ধার করে সামসী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তবে কারও আঘাত গুরুতর না হওয়ায় প্রত্যেককেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
সূত্রের খবর, একটি বেসরকারি বাসটি চাঁচল থেকে মালদার দিকে যাচ্ছিল। তার পেছনে আসছিল সরকারি বাসটি। মাগুরা বাসস্ট্যান্ড ঢোকার মুখে এক মহিলা পথচারীকে বাঁচাতে গিয়ে বেসরকারি বাসটি হঠাৎই ব্রেক কষে। সেই সময় পেছনে থাকা সরকারি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই বেসরকারি বাসে গিয়ে ধাক্কা মারে। এর জেরে সরকারি বাসটি রাস্তার পাশে কলা বাগানে গিয়ে পরে ।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
