নিউজডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণারনপর থেকে শুরু করে মনোনয়ন জমা এবং ভোটের দিন-সহ ভোটের পরেও একের পর এক মৃত্যু পশ্চিমবঙ্গের ভোট হিংসার ছবি তুলে ধরেছে গোটা দেশের কাছে । রাজ্যের উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ জেলা সহ একাধিক জেলার মধ্যে ভোট হিংসার অন্যতম নন্দীগ্রাম।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, আপনারা জানেন হিংসাকাণ্ডে ম্যাক্সিমাম Tmc ছেলেরা মারা গিয়েছে। আমি দেখতে এসেছিলাম, নন্দীগ্রাম এবং খেঁজুরিতে , বৌ,ছেলে,মেয়ে সমেত বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল দুস্কৃতিরা। বার্ণ ইউনিটে রয়েছে ওরা।
এদিন এসএসকেমএ নন্দীগ্রামে আহত তৃণমূল কর্মীদের দেখতে গিয়ে আর্থিক সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের জন্যও বিশেষ ঘোষণা করলেন। তিনি এদিন স্পষ্ট করে বললেন, ‘..চাকরিটাও রেডি হয়ে গেছে।’
প্রি পোল ও পোস্ট পোল ভায়োলেন্স যারা মারা গিয়েছে, সরকারের পক্ষ থেকে ২ লাখ টাকা করে দিচ্ছি ওদের এবং একটা করে চাকরি দিচ্ছি। যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন , তাঁদের ৫০ হাজার টাকা করে দিচ্ছি।.. চাকরিটাও রেডি হয়ে গেছে, দিয়ে দেব আমরা।’
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
