নিউজডেস্ক: ভোটের আগে ও ভোট পর্ব মিটে যাওয়ার পরেও যেনো সংঘর্ষ থামছেই না। এবার মালদার পুকুরিয়ার মহারাজপুর গ্রামে কংগ্রেস ও তৃনমূলের সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে। উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়।জানা গেছে,নির্বাচনের ফল ঘোষণা হবার পরই গোলামালের সূত্রপাত।
এলাকায় রয়েছে পুকুরিয়া থানার পুলিশ।কংগ্রেস সমর্থকদের অভিযোগ তাদের উপর হামলা চালিয়েছে তৃণমূল।পাল্টা তৃণমূল সমর্থকদের অভিযোগ এই বুথে কংগ্রেস প্রার্থী জয়ী হয়, তার পরই তৃণমূল কর্মীদের বাড়িতে ভাঙচুর করা হয় ও তাদের মারধর করা হয়।
পুলিশ উভয় পক্ষের মোট নয়জনকে গ্রেফতার করেছে। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী
কংগ্রেস নেতা তথা এলাকা থেকে জয়ী গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ ওয়াজুল এর অভিযোগ, নির্বাচনের আগে থেকেই এলাকায় তৃণমূল সন্ত্রাস করছিল। তিনি সেই সন্ত্রাস উপেক্ষা করে এখানে জয়ী হয়েছেন। তারপরেই বেছে বেছে কংগ্রেস সমর্থকদের ওপর হামলা করা হচ্ছে।
পাল্টা তৃণমূল নেতা, শেখ মানোয়ার হোসেনের অভিযোগ কংগ্রেস এখানে জয়ী হওয়ার পর থেকে তৃণমূল সমর্থকদের হুমকি দিচ্ছিল এবার সরাসরি তাদের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে।
- দুঃসাহসিক চুরি! ইসলামপুর কলেজ মোড়ে পরপর দুটি দোকান ফাঁকা, আতঙ্কে এলাকা
- ১৩৭ বছরে পা দিল চোপড়ার ঐতিহ্যবাহী অষ্টমী দুর্গাপূজা, শুরু জোহরা মেলা
- দুষ্কৃতীদের দৌরাত্ম্যে আতঙ্ক ইসলামপুরে, মহিলাদের সুরক্ষায় সরব পঞ্চায়েত প্রধান অসীমা পাল
- ভাসছে নর্দমা, দূষিত জলে ছড়াচ্ছে কলেরা, হু হু করে ভরছে হাসপাতাল — দিল্লিতে বাড়ছে আতঙ্ক
- উত্তর দিনাজপুরে ৪ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রফিক, উদ্বিগ্ন পরিবার — তথ্য পেলে যোগাযোগের অনুরোধ