নিউজডেস্ক: একনাগাড়ে গরমের পর স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে লাগাতার বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদায় এদিন দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । তবে কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি হবে।
হাওয়া অফিস সূত্রে খবর, এদিন দিনভরই বৃষ্টি চলবে এই জেলা গুলোতে। অন্যদিকে আবহাওয়া একই রকম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনায়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টি চলবে।
- রামগঞ্জ এলাকায় বাইক ও ছোটো গাড়ির সংঘর্ষে মৃত এক
- নতুন করে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে রথযাত্রা শুরু করলো পঞ্চায়েত প্রধান ও প্রতিনিধিরা
- ২১ শেষ জুলাইয়ের প্রস্তুতি শুরু ইসলামপুর
- তামান্না হত্যায় দোষীদের শাস্তির দাবিতে পথসভা কংগ্রেসের
- ঘরের কাছেই