নিউজডেস্ক: ভোট আসে, ভোট যায় কিন্তু রাস্তার পরিস্থিতির অপরিবর্তন রয়ে যায়। দীর্ঘ সময় ধরে এই একই পরিস্থিতিতে চলে আসছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহর লাগোয়া এলাকা মিলন পল্লী থেকে বিহারের পানাশী পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার। ওই রাস্তা দিয়ে দিনে প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ যাতায়াত করেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় প্রশাসনিক মহলের কর্তাদের অভিযোগ জানানোর পরেও রাস্তার দশার কোন পরিবর্তন হয়নি। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় মানুষেরা আবারোও জোরালো দাবি জানিয়েছেন এই রাস্তাটিকে সংস্কার করার জন্য। কিন্তু প্রশাসন তো প্রশাসনই!
এলাকার বাসিন্দা আকবর আলী জানিয়েছেন,”সেই বাম আমলে ওই রাস্তাটি সংস্কার করা হয়েছিল শেষবারের জন্য। তারপরে দীর্ঘ ১২ থেকে ১৩ বছরের বেশি সময় ধরে এই রাস্তার এমনই বেহাল পরিস্থিতি। রাস্তা দিয়ে চলাচল করতে প্রতিদিন বিভিন্ন যানবাহন বিকল হয়ে যাচ্ছে। নিত্য ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারী মানুষদের। নেতারা শুধু আশ্বাস দিয়েই দিন পার করে দেয়।
টোটো চালক রুবেল ইসলাম, ‘ওই এলাকায় রয়েছে একটি বি এড কলেজ।শহর থেকে প্রচুর ছাত্র ছাত্রী কে নিয়ে যেতে হয় আমাদের। রাস্তাঘাট এত খারাপ হয়ে গেছে, ডাবল ভাড়া দিলেও রাস্তায় গাড়ি নিয়ে যেতে চাই না। বেশি ঝাঁকুনি পেলে ব্যাটারির জল পড়ে যায়। তাড়াতাড়ি ব্যাটারি নষ্ট হয়। এছাড়া, একাধিকবার একাধিক টোটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে গেছে। ওই রাস্তায় টোটো চালাতে গিয়ে জীবনের ঝুঁকিও থেকে যায়।’
বিএড কলেজের ছাত্র-ছাত্রীরা জানিয়েছে ,রাস্তা এতটাই খারাপ যে অনেক সময় টোটো আসতে চায় না এছাড়া তাদের প্রায়ই দ্বিগুন ভাড়া গুনতে হয়।
- দুঃসাহসিক চুরি! ইসলামপুর কলেজ মোড়ে পরপর দুটি দোকান ফাঁকা, আতঙ্কে এলাকা
- ১৩৭ বছরে পা দিল চোপড়ার ঐতিহ্যবাহী অষ্টমী দুর্গাপূজা, শুরু জোহরা মেলা
- দুষ্কৃতীদের দৌরাত্ম্যে আতঙ্ক ইসলামপুরে, মহিলাদের সুরক্ষায় সরব পঞ্চায়েত প্রধান অসীমা পাল
- ভাসছে নর্দমা, দূষিত জলে ছড়াচ্ছে কলেরা, হু হু করে ভরছে হাসপাতাল — দিল্লিতে বাড়ছে আতঙ্ক
- উত্তর দিনাজপুরে ৪ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রফিক, উদ্বিগ্ন পরিবার — তথ্য পেলে যোগাযোগের অনুরোধ