নিউজডেস্ক : আজ রথযাত্রা। আজ জগন্নাথ, সুভদ্রা, বলরামের মাশির বাড়ি যাবার দিন। উড়িষ্যার পুরির মতো এই রাজ্যেও অনুষ্ঠিত হচ্ছে রথযাত্রা। এদিকে এই রথযাত্রা উপলক্ষে ইসলামপুরের এক কিশোরের সৃষ্টি মন কেড়েছে জেলাবাসীর। বাড়ি অব্যবহার্য বস্তু দিয়ে বানিয়ে ফেলেছে চোখ ধাঁধানো ৩ ফিট উঁচু রথ।
ইসলামপুরের থানা কলোনীর বাসিন্দা আয়ুষ দে ইতিপূর্বেও এক ফুটের রথ বানিয়ে সাড়া ফেলে দিয়েছিল জেলায়। এবার সে অপূর্ব সুন্দর ব্যবহার অযোগ্য বস্তু দিয়ে তিন ফুটের রথ বানিয়ে প্রসংশার পাত্র হয়ে উঠেছে। এই মুহূর্তে আয়ুষ ইসলামপুর হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র। পড়াশোনার ফাঁকে এই ধরনের কাজে দক্ষ হয়ে উঠেছেন আয়ুষ।
শুধু রথ নয়, ব্যবহার অযোগ্য বস্তু দিয়ে সব সময় সে বিভিন্ন মূর্তি বানিয়ে থাকে। এবার রথ বানিয়ে নিজের বাড়িতেই জগন্নাথ দেবের পুজোর আয়োজন করেছে আয়ুষ। প্রতিভাবান কিশোরের শিল্পীসত্ত্বাকে সম্মান জানিয়েছে বিভিন্ন স্তরের মানুষ।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
