নিউজডেস্ক:
পঞ্চায়েত নির্বাচনে দিনক্ষণ ঘোষনা হতেই নিজের পছন্দ মতো প্রার্থীকে সমর্থন করেন অনেকেই। ঠিক তেমনি ছেলের পছন্দমতো সমর্থন কে সমর্থন না করায় সৎমাকে মাকে ধারাল অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। রবিবার বিকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার খবরগাঁও এলাকায়। মৃত ওই মহিলার নাম আমনা খাতুন। বয়স আনুমানিক (৫০)। স্হানীয় সূত্রে জানিয়েছেন, এদিন বিয়ে অনুষ্ঠানে গিয়েছিল গোটা পরিবার।
এরপর তার ছেলের বাইকে করে তার মাকে বাইকে করে বাড়ি পাঠিয়ে দেন। এরপর তিনি বাড়ি ফিরে এসে দেখেন অভিযুক্ত ছেলে ইশতিয়াক তার নিজের মাকে ধারাল অস্ত্র দিয়ে খুন পালিয়ে গিয়েছে বলে অভিযোগ।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ ঘটনাস্থলে ভির জমাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার আই সি সন্দীপ চক্রবর্তী পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্ত ছেলের খোঁজ শুরু করেছে পুলিশ।
- দুঃসাহসিক চুরি! ইসলামপুর কলেজ মোড়ে পরপর দুটি দোকান ফাঁকা, আতঙ্কে এলাকা
- ১৩৭ বছরে পা দিল চোপড়ার ঐতিহ্যবাহী অষ্টমী দুর্গাপূজা, শুরু জোহরা মেলা
- দুষ্কৃতীদের দৌরাত্ম্যে আতঙ্ক ইসলামপুরে, মহিলাদের সুরক্ষায় সরব পঞ্চায়েত প্রধান অসীমা পাল
- ভাসছে নর্দমা, দূষিত জলে ছড়াচ্ছে কলেরা, হু হু করে ভরছে হাসপাতাল — দিল্লিতে বাড়ছে আতঙ্ক
- উত্তর দিনাজপুরে ৪ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রফিক, উদ্বিগ্ন পরিবার — তথ্য পেলে যোগাযোগের অনুরোধ