নিউজডেস্ক: ইতিমধ্যেই রাজ্যে পঞ্চায়েত ভোটের দামামা বেজে গেছে। শুরু হয়ে গেছে সব রাজনৈতিক দলের প্রার্থীর নমিনেশনের তোড়জোড়। কিন্তু ভোট ঘোষণা হবার পড়েও অব্যাহত রয়েছে দলত্যাগ। রোজই রা্যের কোথাও না কোথাও ভাঙ্গছে তৃনমূল কংগ্রেস।
একই ঘটনা ঘটলো উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরে। রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানির খাসতালুকে ফের তৃণমূলে ভাঙ্গন । তৃণমূলের STSC সেলের গোয়াগাঁও ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি শাতানু সিংহ তৃণমূল কংগ্রেস ছেরে কংগ্রেসে যোগদান করেন। শনিবার রাতে গোয়াগাঁও এলাকায় কংগ্রেসের পক্ষ থেকে এক যোগদান সভার আয়োজন করা হয়।
এই যোগদান সভায় তৃণমূলের STSC সেলের অঞ্চল সভাপতি সহ কয়েকশো পরিবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। যোগদানকারীদের হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন স্হানীয় কংগ্রেসের নেতৃত্বরা।যোগদানকারীদের দাবি তৃনমূলে কোনো সন্মান নেই। মানুষের প্রয়োজন নিয়ে গেলেও কোনো কাজ হয় না। সর্বত্র শুধু চুরি।
অন্যদিকে, ভোট ঘোষণার পর থেকেই রাজ্যে সর্বত্র শুরু হয়েছে নমিনেশন জমা দেবার পালা।আর সাথেই বেড়েছে রাজ্য জুড়ে সন্ত্রাস।
- ভ্রমণে ভিয়েতনাম
- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত CPIM নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসলামপুরে
- স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড
- পথ দুর্ঘটনার গুরুতর আহত বাইক চালক
- টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চোপড়ায় চলছিল চা পাতা তোলার কাজ, অভিযোগ ক্ষুদ্র চা চাষীদের।