নিউজডেস্ক: গভীর রাতে তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। দলীয় সূত্রে খবর, দলের কাজকর্ম পরিচালনা করার জন্য চাঁচল -২ ব্লকের রামপুরে পূর্ব পাড়ায় রাস্তার পাশে টালির চাল দেওয়া বাঁশবাতা দিয়ে তৈরি ওই ঘরটিতে ৫ নং বুথ কমিটির একটি কার্যালয় করা হয় । গভীর রাতে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে চম্পট দেয়। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। ওই পাড়ায় গরমের জন্য ছাদের উপর রাতে শুয়েছিলেন কয়েকজন বাসিন্দা । তাদের নজরে আগুনে জ্বলতে থাকা কার্যালয়টি আসলে
তারাই চিৎকার চেঁচামেচি করলে গ্রামবাসীরা ও তৃণমূলের কর্মীরাও ছুটে এসে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন।
তৃণমূলের রামপুর ৫ নং বুথ কমিটির সহকারী সভাপতি মামুন আলি বলেন, দলীয় কার্যালয়ে আগুন লাগানোর ঘটনায় জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতারের দাবি আমরা জানাচ্ছি। বাসিন্দারা বলেন, আমরা ছুটে এসে আগুন আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ি।তৃণমূলের পার্টি অফিসের একদিকটা পুড়ে গেছে। সময় মতোন আগুন নেভাতে না পারলে সব ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতো। কে বা কারা আগুন লাগিয়েছে। অবিলম্বে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হোক। পুলিশের কাছে আমরা দাবি জানাচ্ছি।
পুলিশ অবশ্য জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
