নিউজডেস্ক: গভীর রাতে তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। দলীয় সূত্রে খবর, দলের কাজকর্ম পরিচালনা করার জন্য চাঁচল -২ ব্লকের রামপুরে পূর্ব পাড়ায় রাস্তার পাশে টালির চাল দেওয়া বাঁশবাতা দিয়ে তৈরি ওই ঘরটিতে ৫ নং বুথ কমিটির একটি কার্যালয় করা হয় । গভীর রাতে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে চম্পট দেয়। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। ওই পাড়ায় গরমের জন্য ছাদের উপর রাতে শুয়েছিলেন কয়েকজন বাসিন্দা । তাদের নজরে আগুনে জ্বলতে থাকা কার্যালয়টি আসলে
তারাই চিৎকার চেঁচামেচি করলে গ্রামবাসীরা ও তৃণমূলের কর্মীরাও ছুটে এসে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন।
তৃণমূলের রামপুর ৫ নং বুথ কমিটির সহকারী সভাপতি মামুন আলি বলেন, দলীয় কার্যালয়ে আগুন লাগানোর ঘটনায় জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতারের দাবি আমরা জানাচ্ছি। বাসিন্দারা বলেন, আমরা ছুটে এসে আগুন আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ি।তৃণমূলের পার্টি অফিসের একদিকটা পুড়ে গেছে। সময় মতোন আগুন নেভাতে না পারলে সব ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতো। কে বা কারা আগুন লাগিয়েছে। অবিলম্বে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হোক। পুলিশের কাছে আমরা দাবি জানাচ্ছি।
পুলিশ অবশ্য জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
- ভ্রমণে ভিয়েতনাম
- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত CPIM নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসলামপুরে
- স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড
- পথ দুর্ঘটনার গুরুতর আহত বাইক চালক
- টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চোপড়ায় চলছিল চা পাতা তোলার কাজ, অভিযোগ ক্ষুদ্র চা চাষীদের।