নিউজডেস্ক:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ১নং ব্লকের এলাকার নন্দঝার ছাত্রসমাজ এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ইসলামপুর শাখার উদ্যোগে সাইকেল র্যালির পাশাপাশি চারা গাছ বিতরণ করা হয় ।সংগঠনের সম্পাদক চন্দন পাল জানান, আমাদের রেলি নন্দঝার থেকে শুরু করে ইসলামপুর হয়ে পুনরায় নন্দঝরে শেষ করা হয়। মোট ৪০ কিলোমিটার ছিল এই সাইকেল রেলি। সাইকেল র্যালির সাথে সাথে প্রচুর চারা গাছ বিতরণ করা হয়।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ইসলামপুর শাখার পক্ষে অংশুমান ঘোষ মজুমদার বলেন ,আমরা বিশ্ব পরিবেশ দিবসে প্রতিবছর কোন না কোন কর্মসূচি গ্রহণ করে থাকি।এবার নন্দঝারের ওই স্বেচ্ছাসেবী সংগঠনকে আহবান করেছিলাম যে সাইকেল রেলির পাশাপাশি চারা গাছ বিতরণ করে সমাজে পরিবেশ বান্ধবের বার্তা ছড়িয়ে দিতে।তারা এ কাজ সফল ভাবে করেছে।
অন্যদিকে তীব্র দাবদাহ থেকে বাঁচতে ও পরিবেশ রক্ষার স্বার্থে ইসলামপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয় এদিন। ইসলামপুর শহর তৃণমূল দলীয় কার্যালয়ের সামনে থেকে পথচলতি মানুষের হাতে বৃক্ষ বিতরণ করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। এদিন পথ চলতি মানুষের হাতে একটি করে বৃক্ষ তুলে দেওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রম দাস সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
