নিউজডেস্ক: শুক্রবার বিকেলে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার আমপাড়া এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। জানাযায়, এদিন জয়হাট অঞ্চলের চাঁকলা এলাকার বাসিন্দা আবু তাহের ইটাহার ড. মেঘনাদ সাহা কলেজ থেকে মেয়ে নাজেরা খাতুনকে সঙ্গে নিয়ে মোটর বাইকে বাড়ি ফিরছিলেন।
সেই সময় আমপাড়া এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে মালদা মুখী একটি গাড়ি তাদের বাইকে পিছন থেকে ধাক্কা মারে। ঘটনার জেরে জাতীয় সড়কে ছিটকে পড়ে বাবা ও মেয়ে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় হাইওয়ে কর্তৃপক্ষের অ্যাম্বুলেন্সে আশঙ্কাজনক অবস্থায় বাবা আবু তাহের ও মেয়ে নাজেরা খাতুনকে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু তাহেরকে মৃত বলে ঘোষণা করে এবং আশঙ্কাজনক অবস্থায় নাজেরা খাতুনকে রায়গঞ্জ জেলা হাসপাতালে স্থানান্তর করে ।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
