নিউজডেস্ক, রায়গঞ্জ : আগামী ২৮ ও ২৯ সে মে কেন্দ্র সরকারের বিভিন্ন জনবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে ও ৮ দফা দাবি নিয়ে রিলে অনশন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করবে উত্তর দিনাজপুর জেলা INTTUC। আর কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল রায়গঞ্জের প্রনবানন্দ সরণিতে অবস্থিত INTTUC শহর কার্যালয়ে।

আজকের এই সভায় মূল অতিথি ছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যানী। এছাড়াও উপস্থিত ছিলেন INTTUC উত্তর দিনাজপুর জেলা সভাপতি শেখর দাস, রায়গঞ্জ লোকালের সভাপতি তপন দাস সহ চৈতালি ঘোষ সাহা ও অন্যান্য নেতৃত্ব, কর্মীরা।

এই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কৃষ্ণ কল্যানী বলেন, কেন্দ্রের বিজেপি সরকার হিংসা প্রতিহিংসার রাজনীতিতে ব্যস্ত। সাধারণ মানুষ নিজের সুদিনের কথা ভেবে ভোট দেন। কিন্তু এই সরকার সাধারন মানুষের হকের টাকা আটকে রাখে। আমরা একজোট হয়ে দেখিয়ে দেবো মানুষ চাইলে কি করতে পারে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *