নিউজডেস্ক : সাপে কাটা এক রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে মারধর করা হয়। ভাঙচুর করা হয় টেবিল চেয়ার । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে উত্তর দিনাজপুর জেলার ইটাহার গ্রামীণ হাসপাতালে। এক কর্তব্যরত চিকিৎসককে মারধর করার অভিযোগ ওঠে মৃতের আত্মীয় ও প্রতিবেশী দের বিরুদ্ধে। জানাযায়, ইটাহার থানার কালামাটিয়া এলাকার বাসিন্দা রিন্টু পালকে সাপে কাটলে সেই রোগীকে বুধবার রাতে ইটাহার হাসপাতালে নিয়ে আসে তার আত্মীয়রা।
সেই সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সারফুল আলী তার প্রাথমিক চিকিৎসা করে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রায়গঞ্জ জেলা হাসপাতাল স্থানান্তর করে। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রোগী। বৃহস্পতিবার সকালে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ইটাহার গ্রামীণ হাসপাতালে এসে ওই কর্তব্যরত চিকিৎসককে মারধর ও চেয়ার টেবিল ভাঙচুর করে মৃতার আত্মীয় ও প্রতিবেশীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে আহত চিকিৎসক ড. সারফুল আলী ইটাহার গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে হাসপাতালে ঢুকে চিকিৎসককে মারধোর এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে নিরাপত্তার অভাবে ক্ষোভ ছড়ায় ইটাহার গ্রামীণ হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মীদের মধ্যে। বর্তমানে ঘটনাস্থলে মোতায়েন ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী।
- ভ্রমণে ভিয়েতনাম
- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত CPIM নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসলামপুরে
- স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড
- পথ দুর্ঘটনার গুরুতর আহত বাইক চালক
- টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চোপড়ায় চলছিল চা পাতা তোলার কাজ, অভিযোগ ক্ষুদ্র চা চাষীদের।