নিউজডেস্ক: কালিয়াগঞ্জের (kaliyaganj) নাবালিকার হত্যার প্রতিবাদে দফায় দফায় সংঘর্ষ হয় গত দুদিন। গত দুদিনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেই কারনে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে আজ।
উল্লেখ্য কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও অঞ্চলে দ্বাদশ শ্রেণীর নাবালিকা নিখোঁজ থাকার পর তার মৃতদেহ এলাকার এক জলাশয় থেকে উদ্ধার করে স্থানীয়রা।পরিবার ও স্থানীয় দের অভিযোগ তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। অভিযোগের তীর যায় পাশের গ্রামের কয়েকজনের দিকে। এরপরেই গ্রামবাসীরা হত্যার প্রতিবাদে রাস্তা অবরোধ করে।
দোষিদের গ্রেফতারের দাবিতে দুন্ধুমারকান্ড ঘটে এলাকায়।পুলিশের সাথে জনতার খন্ড যুদ্ধ লাগে দফায় দফায় দুই দিন।এরপর থেকেই এলাকা থমথমে।রবিবার এলাকায় নতুন করে যাতে কোন প্রকার অপ্রিতিক ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখে এলাকায় ১৪৪ ধারা জারি করেছে পুলিশ প্রশাসন।এলাকায় প্রচুর পরিমানে পুলিশ মোতায়ন রয়েছে।সমস্ত দোকান পাট বন্ধ রয়েছে।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
