নিউজডেস্ক:
রবিবার সকালে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার রাজপোখর এলাকায় পারিবারিক বিবাদ পরিনত হয় সংঘর্ষে। সেই ঘটনায় আহত হয় একাধিক । স্হানীয় সূত্রে জানা গিয়েছে, একেই গ্রামে মতিবুর রহমান ছেলের সাথে কুশমুদ্দিন এর মেয়ের বিয়ে হয় কয়েক বছর আগে । শনিবার স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয় আর সেই ঝামেলা থেকেই রবিবার সকালে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়।
বচসা চলাকালীন দুই পক্ষের মধ্যে লোহার রড, বাঁশ দিয়ে শুরু হয় মারামারি । আর সেই সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন জখম হয়। গুরুতর জখম দুই পক্ষের একাধিক সদস্যদের জখমি অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে।। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় গোয়ালপোখর থানার পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
