নিউজডেস্ক: করনদিঘী (karandighi) ব্লকের আলতাপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকার সোনাপুর, হঠাৎ পাড়া, বলরাম মন্দির, ডুমরাডাঙ্গি গ্রামে পাড়ায় সমাধান প্রকল্প মুখ থুবরে পড়েছে। চৈত্র মাসেও পাচ্ছেন না পরিস্রুত পানীয়জল । পুকুর ও নল কুপের জলেই তাদের ভরসা রাখতে হয়। অথচ প্রায় চৌদ্দ লক্ষ টাকা ব্যয়ে ৬টি প্রকল্প নির্মান করেছে PHE দপ্তর। PHE দপ্তর থেকে সোলার পাম্প বসানোর কাজ সম্পন্ন হওয়ার সপ্তাহ খানেক জল পেলেও বর্তমানে জল পাচ্ছেন না গ্রামবাসীরা।
২০২১ সালে PHE দপ্তর সোলার পাম্পের সাহায্যে জল তুলে সেই জল পরিস্রুত করে গ্ৰামে প্রতিটি বাড়িতে পরিষেবা দেওয়ার কথা ।গ্রামবাসীদের অভিযোগ শুধু সোনাপুর নয় হঠাৎপাড়া, বলরাম মন্দির, ডুমরাডাঙ্গি এলাকায় থাকা পানীয় জলের ট্যাঙ্ক থেকে জল পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার এমনি অভিযোগ তুলে সরব হয়েছেন আলতাপুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান পবন সিংহ। প্রাক্তন প্রধান পবন সিংহ বলেন PHE দপ্তরে অভিযোগ জানানো হয়েছে।কিন্তু এখনো পর্যন্ত কোনো সাড়া পাওয়া যাইনি।
- হারিয়ে যাওয়া মোবাইল খুঁজে দিল পুলিশ
- হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন ছেলেকে বাবা মায়ের কাছে ফিরিয়ে দিল ফেসবুক!
- হারিয়ে গেছে
- হায়দ্রাবাদে মৃত চোপড়ার পরিযায়ী শ্রমিক
- হাথরাসে পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনায় এফআইআরে নাম নেই স্বঘোষিত বাবার